Friday, 12 July 2013

উচ্চ শিক্ষার্থে বিদেশে ভর্তি ও ভিসা

উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যেতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদি কৌশল ও পূর্বপ্রস্তুতি। দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। ভবিষ্যতে কোথায় নিজেকে প্রতিষ্ঠিত রূপে দেখতে চাই, কোন ক্ষেত্রে নিজের পেশাজীবন গড়তে চাই এবং কীভাবে স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে চাই—সেগুলো স্থির করতে হবে।
পাশাপাশি ঠিক করতে হবে কোন দেশে পড়লে লক্ষ্যপূরণ সহজ হবে। তারপর চলতে থাকবে পছন্দের বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ। কোথায়, কোন বিষয়ে এবং কেন পড়তে চাই, সেগুলোর উত্তর মিলে গেলে আবেদন করার প্রক্রিয়া শুরু করতে হবে। অনলাইনে আবেদন করলে খুলতে হবে অ্যাকাউন্ট। দেখতে হবে কী কী শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ আছে সেখানে। এই পুরো ব্যাপারটি অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল। এর জন্য প্রয়োজন বাড়তি মনোযোগ ও সতর্কতা। এই দীর্ঘ সময়ে আবেদনকারীদের শেষ করে ফেলা দরকার প্রয়োজনীয় পরীক্ষাগুলো: টোয়েফল, আইইএলটিএস, জিআরই, জিম্যাটসহ অন্যান্য।

আইইএলটিএস:
অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ অধিকাংশ দেশে ইংরেজিতে দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) গ্রহণ করা হয়। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠান টোয়েফলের সঙ্গে সঙ্গে আইইএলটিএস স্কোর গ্রহণ করে। আইইএলটিএসে মোট স্কোর ৯। দুই দিনে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রথম দিন চারটি মডিউলের মধ্যে রিডিং, লিসেনিং ও রাইটিং পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় দিন ইংরেজি ভাষায় বিশেষজ্ঞ পরীক্ষকেরা গ্রহণ করেন স্পোকেন টেস্ট। পুরো পরীক্ষাটি ‘পেপার-বেসড’।

Thursday, 11 July 2013

নতুন GREর আদ্যোপান্ত

GRE হল graduate record examination . ইউএসএ, কানাডা সহ আরও কিছু দেশে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রয়োজন । GRE আয়োজন করে থাকে ETS এবং এটা চলে আসছে সেই ১৯৪৯ সাল থেকে ।

কি কি পরিবর্তন আসছে?

১.GRE Format :
আপনি যেকোন প্রশ্ন স্কিপ করতে পারবেন । পূর্বের প্রশ্নে কিংবা পরের প্রশ্নে যেতে পারবেন যা কিনা আগে করা যেত না ।



অনস্ক্রিন ক্যালকুলেটর দেওয়া হবে যাতে খুব সহজ ভুলগুলো এড়ানো যায় । ফলে ম্যাথের সহজ কিন্তু ট্রিকি প্রশ্নগুলো আর তেমন একটা পাবেন না । এই বিষয়টা বেশ ভোগাবে মনে হচ্ছে ।

1.GRE Verbal :

বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে


MIT OCW(MIT Open Course Ware)একটি প্রজেক্টটি যার মাধ্যমে সব শিক্ষা উপকরন (আন্ডারগ্র্যাজুয়েট লেভেল থেকে গ্র্যাজুয়েট লেভেল) বিনামূল্যে ইন্টারনেটে পাওয়া যায়। এই প্রজেক্টটি চালু হয়েছে ২০০৭ সালের শেষের দিকে। এই প্রজেক্টের আওতায় শিক্ষার্থীরা প্রায় ১৯০০ কোর্স নিয়ে পড়াশুনা করতে পারবে। এতে প্রায় ১৬২০ টি ভিডিও লেকচার এবং অসংখ্য লেকচার নোট, এসাইনমেন্ট, ছবি, টেক্সটবুক, প্রজেক্ট এমনকি উত্তরসহ প্রশ্নমালা পাওয়া যায়।


পৃথিবীর সব দেশে শিক্ষাকে ছড়িয়ে দিতেই এমআইটি’র এই উদ্যোগ। গবেষক এবং শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এটি একটি বিশাল সুযোগ। শুধু তাই নয় ভিডিও লেকচারগুলো সাবটাইটেলসহ আছে, যার ফলে যে কোন দেশের ছাত্রদের জন্য তা অনুধাবন করা সহজ। তাদের লেকচার ভিডিওগুলো অনেক উন্নতমানের।

Wednesday, 10 July 2013

How to write a Statement of Purpose বুয়েটে ছাত্র হেলালী মর্তুজা (এখন মাইক্রোসফটে আছেন) একটা চমৎকার পরামর্শ নিবন্ধ লিখেছেন

Good wishes for everyone. This article is all about writing a good Statement of Purpose or SOP. I am assuming that everyone who is reading this article knows about an SOP and its importance. I tried to summarize some key points on writing a good SOP and also some difficulties that BUET students usually face. Some thoughts expressed in here are solely mine.
2. SOP – What’s it all about?
An SOP is a personal statement that says who you are, what are your intents, and why do you like this career path (You are a dying fan of research or your father wants you to be a doctor…kidding, don’t do this). At this time when you are thinking of writing an SOP, you should be at the end of your undergrad. That means your cgpa hunt is almost over. You will have to fight with whatever cgpa you have earned so far. Also you might have already finished your GRE and other tests. Hence you have nothing else to do with your scores. The only thing you are left with is the SOP, the ultimate weapon to get a better admission for your graduate study. You cannot control your LOR (Letter of Recommendation) which also has a great impact on your admission result taken by the university admission committee (I do not want to mention the bad practice that we follow for LOR in BUET in this article).

মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা নিয়ে কিছু কমন প্রশ্ন, আমেরিকান সেন্টারের ইতিকথা

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী অসংখ্য শিক্ষার্থী। তবে এ জন্য প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা কোথায় পাওয়া যাবে জানে না অনেকেই। যুক্তরাষ্ট্রে পড়াশোনার নানা দিক নিয়ে সম্পুর্ন নির্ভূল তথ্য জানতে পারবেন, ঢাকায় আমেরিকান সেন্টার থেকে।

আমেরিকান সেন্টার-এ আপনি  Education Advisor এর কাছ থেকে পেতে পারেন উচ্চশিক্ষার যাবতীয় তথ্য। প্রত্যেক সপ্তাহে আমেরিকান সেন্টার-ই গ্রুপ এডভাইজিং সেমিনার হয়, আপনি অংশগ্রহন করতে পারেন। এছাডা আগে এপয়ণ্টমেন্ট নেয়া সাপেক্ষে আপনি Individual Counseling  এর সুবিধা নিতে পারেন।

যুক্তরাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যাবে এখানে। এ ছাড়া স্টুডেন্ট অ্যাডভাইজরের সাহায্য, আবেদন-প্রক্রিয়া নিয়ে সেমিনার, বিভিন্ন টেস্টের (TOEFL, SAT I, GRE, GMAT, GED) প্রস্তুতি, আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট পড়াশোনায় সাহায্য, বিশ্ববিদ্যালয়ের ক্যাটালগ, পিটারসনস গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট গাইড, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগের প্রস্তুতি নিয়ে সেমিনার ও তথ্য পাওয়া যাবে। দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধাও আছে।

আপনি যদি GRE, GMAT, TOEFL, SAT-I, SAT-II, GED, USMLE, MCAT এই পরীক্ষা গুলির কোন একটি দেয়ার ইচ্ছা পোষন করছেন, তাহলে সোজা আমেরিকান সেন্টারে চলে যান।
আপনি প্রত্যেকটি টেস্ট এর জন্যে Original Book পাবেন এখানে, সাথে পাবেন CD। আমেরিকান সেন্টারে আপনি উপরক্ত টেস্ট গুলির জন্য ফ্রি Mock Test দিতে পারবেন।

GRE না-কি GMAT? (এখন GRE দিলে-ই MS, MBA দুইটাতে-ই Apply করতে পারবেন)


অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞেস করেন- “আমাকে কি GRE দিতে হবে না-কি GMAT পরীক্ষা দিতে হবে?”
আসলে ব্যাপারটা ডিপেন্ডস করে আপনি কোন সাব্জেক্ট এর উপর পডতে যাবেন (আপনি এখন কোন সাব্জেক্ট পডতেছেন, তা নয়)।

USA & Canada তে গ্রাজুয়েট লেভেলে দুইটা School আছে, একটা হল School of Science আর অন্যটা হল School of Business.

School of Science offer করে MS & PhD যার জন্যে প্রয়োজন GRE
School of Business offer  করে MBA, DBA / PhD যার জন্যে প্রয়োজন GMAT

তাহলে নর্থ আমেরিকাতে উচ্চশিক্ষার শুরুতে-ই আপনি জেনে নিন যে আপনার সাব্জেক্ট টি School of Science এর মধ্যে পডে না-কি School of Business এর মধ্যে পডে?

কেস-১ :
আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী পডতেছে, সে নর্থ আমেরিকা তে সে Master of Business (Major Pharmaceutical business) পডতে যাবে।
রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী পডতেছে, সে নর্থ আমেরিকা তে সে Master of Science in Pharmacology পডতে যাবে।

তাহলে এখন আরিফ কে GMAT আর রাকিব কে GRE দিতে হবে।

কিভাবে আপনি পড়াশোনা করতে USA যেতে পারেন ?

সম্প্রতি আমি PhD  করতে ইউএসএ তে ফান্ডিং সহ আডমিশান পেয়েছি, আর মাস-খানেক আগে পেলাম ভিসা। সম্পুর্ন পক্রিয়া টি আমি নিজে নিজে- ই করেছি, ভিসা আর ইউনিভার্সিটি সিলেক্টশান এর জন্যে আমেরিকান সেন্টার এর হেল্প নিয়েছি।

USA তে উচ্চ শিক্ষায় ৫ টি ধাপ আছে, প্রত্যেকটি ধাপ বেশ সময় সাপেক্ষ, so it is best to START EARLY and CREATE A PLAN
 
ধাপ
প্রথমে দেখুন যে বাংলাদেশে আপনার এডুকেশান ব্যাকগ্রাউন্ড কি ?  কোন ডিগ্রী  এর জন্যে আপনি আবেদন করতে চাচ্ছেন


 Admission & Visa –র জন্যে  আপনার যা যা প্রয়োজনঃ
-একটি শক্তিশালী একাডেমিক ব্যাকগ্রাউন্ড, 

-
ভাল আর্থিক সহায়তা 

-ভাল ইংরেজি ভাষা দক্ষতা 
  
স্নাতক প্রোগ্রাম (BSc)
 যেতে চাইলেঃ

Revised GRE- র জন্যে বাজারের যে সব বই আপনি পাবেন (তারমধ্যে যে বইটা ভালো হবে)

আগস্টের ১ তারিখ থেকে নতুন GRE চালু হচ্ছে। Revised GRE-র জন্যে বাজারে এখন পর্যন্ত যে সকল বই পাওয়া যাচ্ছে। তারমধ্যে কোন বইটা ভালো, আর কেন ভালো তার একটা টেবল দিয়ে দিয়েছি। যারা নতুন GRE  দেয়ার কথা ভাবছেন একবার দেখে নিতে পারেন।

Pharmacy, Pharmacology, Toxicology – US University Rankings


List of universities in USA that offer graduate programs in Pharmacology, Toxicology. Rankings are from NRC.

Aerospace Engineering - US University Rankings

List of Universities (in USA) that offer Graduate Programs (PhD and Masters) in Aerospace Engineering Rankings for US Universities.

Aerospace Engineering - US University Rankings

List of Universities (in USA) that offer Graduate Programs (PhD and Masters) in Aerospace Engineering Rankings for US Universities.

Food Science Rankings for US Universities


Rankings for Universities offering Food Science graduate degree programs in USA.

Public Health – USA University Rankings

US University Rankings for Graduate programs in Public Health.

Nursing – US Universities – Rankings




Universities in US for Nursing Graduate degree programs. Rankings from NRC.

US university ranking for Biochemistry, Biophysics and Structural Biology

List of universities in USA for Biochemistry, Biophysics and Structural Biology ordered by NRC rankings.

Microbiology Rankings – US Universities



US Universities Rankings for Microbiology graduate programs.

  • S Rank (for survey-based rankings) are based on how faculty weighted—or assigned importance to—20 characteristics that the study committee determined to be factors contributing to program quality. The weights of characteristics vary by field based on faculty survey responses in each of those fields. Programs in a field rank higher if they demonstrate strength in the characteristics carrying greater weights.
  • R Rank (for regression-based rankings) depend on the weights calculated from faculty ratings of a sample of programs in their field. These ratings were related, through a multiple regression and principal components analysis, to the 20 characteristics that the committee had determined to be factors of program quality. The resulting weights were then applied to data corresponding to those characteristics for each of the programs in the field.

Genetics and Genomics Rankings of US University

List of universities in US that offer Genetics and Genomics Masters and PhD degrees. Rankings are based on NRC.Genetics and Genomics Rankings

Cell Biology and Developmental Biology Rankings universities in USA

Cell Biology and Developmental Biology Rankings universities in USA that offer Graduate degree (Masters and PhD).

US University rankings for Biology/Integrated Biology/Integrated Biomedical Sciences

US University rankings for Biology/Integrated Biology/Integrated Biomedical Sciences Graduate programs.

MBA rankings of universities in USA by Businessweek.

Full Time MBA rankings of universities in USA by Business week.

Ranking Methodology – We look at a number of different statistics, including but not limited to: age of the MBA program, enrollment, test scores, acceptance rates, and number of international and minority students. A program must be accredited to be considered for ranking.
FULL TIME MBA RANKINGS OF US UNIVERSITY

Ranking University Name
1 University of Chicago (Booth)
2 Harvard University
3 University of Pennsylvania (Wharton)
4 Northwestern University (Kellogg)
5 Stanford University
6 Duke University (Fuqua)
7 University of Michigan (Ross)